কলকাতার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন জয়া। নিজের একটা আলাদা অবস্থানও তৈরি করতে পেরেছেন। জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটির সিকুয়্যালও হয়েছে। পরিচালনায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অপেরা মুভিজ-এর প্রযোজনায় নির্মিত হয়েছে ‘বিসর্জন’-এর সিক্যুয়েল ‘বিজয়া’।
কলকাতায় আইনক্সে এই ছবির পোস্টার ও প্রথম লুক প্রকাশ হয়েছে। উপস্থিত ছিলেন জয়া আহসান, আবির চট্টোপাধ্যায়, পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক সুপর্ণকান্তি করাতি, পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। কৌশিক গঙ্গোপাধ্যায় জানা, আগামী জানুয়ারি মাসেই মুক্তি পাবে ‘বিজয়া’ ছবিটি।
এ ছবিতে উঠে এসেছে দু’টি আলাদা ধর্মের মানুষের প্রেমের কাহিনি। উঠে এসেছে বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক রূপরেখা। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘বিজয়া’।