আজ বাংলাদেশের মানুষের চোখ থাকবে চীনের ‘মিস ওয়ার্ল্ড’ এর গ্র্যান্ড ফিনালে। প্রথম বারের মতো বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী থাকছে এই রিয়ালিটি শোর চূড়ান্ত প্রতিযোগিতায়।
চীনের সায়নায় ‘মিস ওয়ার্ল্ড’ এর গ্র্যান্ড ফিনালের জমকালো আসর বসছে আজ। আর এ আয়োজনের মধ্য দিয়ে এবারের মিস ওয়ার্ল্ড বিজয়ীর মাথায় উঠবে মুকুট। এই প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালেতে থাকছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। তাই সারা বাংলাদেশের নজরও থাকবে তার দিকে।
এর আগে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে যান সেরা ৩০-এ। স্বনামধন্য আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের উদ্যোগে বাংলাদেশে গত দুই বছর ধরে ‘মিস ওয়ার্ল্ড’ এর জন্য প্রতিযোগী নির্বাচন করা হচ্ছে। এবার ঐশী এ প্রতিষ্ঠানের আয়োজনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০।