বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে আজ ৪ উইকেটের জয় পেলো ক্যারিবীয়রা। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
এ ম্যাচে আজ উইন্ডিজরা টসে জিতলেও প্রথমেই বাংলাদেশ দলকে ব্যাট করতে পাঠায় তারা। ব্যাটে নেমে শুরুতেই শূন্য রানে ক্যাচ আউট হয়ে সাঁজঘরে ফেরেন ইমরুল কায়েস। দলীয় ৩.৩ ওভারে আউন হন তিনি।
এর আগে ম্যাচের মাত্র নবম বলেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসকে। তবে নিজের উইকেট হারিয়ে নয়, গোড়ালিতে গুরুতর ব্যথা পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। আর তার বদলে উইকেটে আসতে হয় ইমরুল কায়েসকে। কিন্তু তিনি ফিরলেন শুন্য হাতে।
লিটন দাস এবং ইমরুলের এভাবে ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপ দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয় মুশফিক-তামিম জুটি। তাদের শততম ওয়ানডেতে দুজনই ফিরেছেন হাফসেঞ্চুরি করে। ফেরার আগে এই জুটির মোট সংগ্রহ ছিলো ১১১ রান।
এরপর ফেরেন পঞ্চপাণ্ডবের আরেকজন সাকিব আল হাসান। ফেরার আগে তিনি খেলেছেন ৬২ বল, সংগ্রহ করেছেন, ৬৫ রান।
শেষ পর্যন্ত বাংলাদেশ দল সংগ্রহ করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান।
এদিকে ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ দল। ইনিংসের শুরুতেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারেই এলবিডব্লিউ হয়ে ফেরেন চন্দরপল হেমরাজ।
কিন্তু আরেক ওপেনার শেই হোপ একা হাতে শুরুর এই ধাক্কা সামলে নিলেন। দলকে এনে দিলেন দারুণ জয়। তাঁর অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ক্যারিবীয়রা শেষ পর্যন্ত ৪৯.৪ ওভার খেলে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশের বিপক্ষে। আর ওয়ানডে সিরিজ জয়ের আশাভঙ্গ হলো টাইগারদের।