চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকালে চাম্বল ইউনিয়নের বাড়ৈয়ার হাটের নির্বাচনী পথসভায় মাহমুদুল বক্তব্য প্রদানকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বিকাল ৪টায় উত্তর চাম্বলে মাহমুদুল ইসলাম চৌধুরীর পূর্ব নির্ধারিত নির্বাচনী মিছিল ছিলো। মিছিল বের হওয়ার পর সেখানে হামলা করে দুর্বৃত্তরা।
এর পর বিকাল সাড়ে ৪টায় নির্বাচনী পথসভা ছিল চাম্বল বাড়ৈয়ার হাট বাজারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার সময় জাপার প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর সমর্থকরা তাকে গুলির মুখ থেকে রক্ষা করেন বলেও জানা যায়।
এ নিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘চাম্বলে একটি নির্বাচনী সভায় দুর্বৃত্তরা হামলা করেছে বলে শোনার পর আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
তবে এখন সেখানকার অবস্থা স্বাভাবিক এবং আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।