আজ মঙ্গলবার সকালে শেরপুর সদরের মাধবপুরে নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি শেরপুর-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা পরিবারের সদস্য ও নিজ দলের নেতাকর্মীদের মারধর না করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের প্রতি হাতজোড় করে অনুরোধ করেছেন।
এ সময় তিনি বলেন, ‘আমি হাতজোড় করে আপনাদের প্রতি অনুরোধ জানাই- আমার পরিবারের সদস্য ও আমার দলীয় এজেন্টদের ওপর অত্যাচার করবেন না।’
তিনি আরও বলেন, ‘আমি একজন সর্বকনিষ্ঠ প্রার্থী, আমি একজন ক্লিয়ার ইমেজের মানুষ। আমার ওপর হামলা করে, মামলা করে কী লাভ? আমি তো কারো পিছনেও নেই, কারো আগেও নেই। নির্বাচন করতে এসেছি। সুষ্ঠু নির্বাচন হবে, জিতলে জিতব, হারলে হারব। যে জিতবে তাঁকে সম্মানের সাথে ওয়েলকাম করব।’
ওর পাশাপাশি প্রিয়াংকা বলেন, ‘আমার পাশে যদি একটা মানুষও না থাকে তবু আমি ৩০ তারিখ পর্যন্ত নির্বাচন করব। আমাকে আল্লাহ ছাড়া, যদি আল্লাহ আমাকে না নিয়ে যায়, তার আগ পর্যন্ত আমি মাঠে থাকব। শেরপুরের একটা লোকও না থাকলে, আমি নিজেই সব কাজ করব। আমি নিজেই আমার প্রধান নির্বাচনী এজেন্ট, আমি নিজেই সবকিছু।’
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার তাঁর ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এতে তাঁর বেশ কিছু নেতাকর্মী আহত হয়।