আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের অনুমতি মিলছে না। তবে উচ্চ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২৭ ডিসেম্বর থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী সমাবেশের ব্যানারে আন্দোলনের ডাক দেওয়ার এবং দলীয় নেতা-কর্মীদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো করে সহিংসতা ও ঢাকা অচল করার অপচেষ্টার পরিকল্পনা রয়েছে।
একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ওই সমাবেশ থেকে নির্বাচন বয়কট ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে কমিশন কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ফাঁস হওয়ার পরেই এই সিদ্ধান্ত।
এ বিষয়ে জানতে পারার পরেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানান ওই কর্মকর্তা।