আজ বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলার জালালশাপ গ্রামে হবিগঞ্জ-১ আসনে (নবীগঞ্জ-বাহুবল) জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়।
সূত্র মতে, এজাহারভুক্ত আসামির খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ।
এ সময় রেজা কিবরিয়ার বাড়িতে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। যার কারণে পুলিশের টহল টিম বাড়ি থেকে দ্রুত বের হয়ে পাশের গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।