আজ বুধবার বিকেল ৫ টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপর চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের প্রাণনাশের চেষ্টায় হামলা চালানো হয়েছে। হামলার সময় প্রাণে বাঁচতে নিকটস্থ গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়িও ভাঙচুর করা হয়।
এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসা সমর্থকদের ওপরও হামলা চালালে ১৪ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া নয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম।
সৈয়দ মুহাম্মদ ইবরাহীম জানান, ‘ধলই ইউনিয়নে গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে ফিরছিলেন তিনি। তাদের গাড়ি মনিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর শ্লোগান দিয়ে ২০-২২ জন যুবক গাড়ির বহরে হামলা চালায়। তারা নির্বিচারে লাঠি দিয়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর ও মারধর শুরু করে। একপর্যায়ে নেতাকর্মীরা আমাকে রক্ষায় এগিয়ে এলে তাদের উপর হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে নেতাকর্মীরা গাড়ি থেকে নামিয়ে আমাকে বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে আশ্রয় নেওয়ার খবর পেয়ে হামলাকারী যুবকরা সেখানে গিয়ে ভাঙচুর চালায়।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘হামলার খবর প্রার্থী নিজে আমাদের ফোন করে জানিয়েছেন। খবর পাওয়া মাত্র বিজিবি ও পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রার্থীও নিরাপদে আছেন। প্রার্থী লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেব।’