নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা।বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। ধানের শীষ দিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘আপনাদের যে সব প্রার্থী নির্বাচতি হয়েছে তারা শপথ নিবেন কিনা’ এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো নির্বাচনের ফলাফল আগেই প্রত্যাখ্যান করেছি। অন্যদের শপথ নেওয়া হয়ে গেছে। আমরা শপথ নিচ্ছি না।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রার্থীরা নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করবে।’
এছাড়া আজ বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে স্মারকলিপি দেবেন বলেও জানান তিনি।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি (বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি) ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।