বৃহস্পতিবারের সকালটা বিশ্ব ক্রিকেটের জন্য শোকের। মাস্টার ব্লাস্টারের কাছে হয়তো এই শোক খানিকটা বেশি নিষ্ঠুর হয়ে রইল। বুধবার বিকেলে প্রয়াত হয়েছেন অশীতিপর ক্রিকেট গুরু রমাকান্ত আচরেকর। মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে হাজির হওয়া অগণিত ছাত্রদের অনেককেই বৃহস্পতিবার দেখা গেল তাঁর শেষ যাত্রায়।
বিমর্ষ লাগছিল সচিনকে। দু চোখে জল আর থমথমে মুখে শোকের অবগাহন। শুধু সচিন নয় ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ মানুষটির নিথর, প্রাণহীন দেহের ছবি দেখে গোটা ভারতীয় ক্রিকেটমানসই শোকে পাথর।
বৃহস্পতিবার সকালে আচরেকরের বাড়িতে তিল ধারণের জায়গা নেই। প্রয়াত গুরুর শবদেহ বহন করে নিয়ে এলেন সচিন নিজেই। আরও ছিল তাঁর আরেক প্রাক্তন ছাত্র চন্দ্রকান্ত পন্ডিতকে। সচিন ছাড়াও তাঁর বাল্যবন্ধু বিনোদ কাম্বলিকেও দেখা গেল প্রয়াত আচরেকর স্যরের মরদেহের পাশে। এসেছিলেন আরও অনেকেই। শিবাজী পার্কে রাস্তার দু ধারে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাট তুলে দাঁড়িয়ে খুদে ক্রিকেট শিক্ষার্থীরা।
মাথায় সেই পরিচিত টুপি নিয়ে খেলা ভাঙার খেলায় যোগ দিতে আসা বিষণ্ণ ক্রিকেট ছাত্রদের স্মৃতিতে আজ শুধুই চোখের জল ভরে দিলেন এই দ্রোণাচার্য।