বাংলাদেশে সাইবার নিরাপত্তা দিতে একসঙ্গে কাজ করবে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন ও সিঙ্গাপুরভিত্তিক ভন গ্রুপের নিরাপত্তা প্রতিষ্ঠান প্রিভিস টেকনোলজি।
এ বিষয়ে গতকাল ঢাকায় চুক্তি করেছেন ভন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক এনজি ও ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশনের পরিচালক (বিপণন) মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বজুড়ে নেটওয়ার্ক নিরাপত্তা পণ্য, নিরাপত্তা অ্যাপ, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম প্রযুক্তিসেবা দিয়ে থাকে প্রিভিস টেকনোলজি। বাংলাদেশে ভন গ্রুপ ও প্রিভিসের সহযোগী হিসেবে কাজ করবে ডলফিন সাইবার সিকিউরিটি সলিউশন।