নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হলে, হাজিরা শেষে সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে কিছু বলার নেই।
এ সময় পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের পরিবেশ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ ক’রে তিনি বলেন, ‘আদালত কক্ষ ছোট। এত ছোট জায়গায় মামলা চলতে পারে না। আমাদের আইনজীবীদের বসার পর্যাপ্ত জায়গা নেই। কিন্তু এত পুলিশ কেন? এমনকি আমার অনেক আইনজীবীকে গেটে আটকে দেয়া হয়।’
তিনি আরও বলেন, ‘এমন পরিবেশে মামলা চললে আমি আর আদালতে আসব না। সাজা দেওয়ার জন্যই আনছেন। সাজা দিয়েছেন। সাজা দেবেন। আমি এ আদালতে আসব না।’
এ প্রসঙ্গে বিচারক বলেন, ‘আমি নতুন এসেছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা করা হবে।’
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার নাইকো চুক্তি করে। দেশের ইমেজ রক্ষা করার জন্য আমাদের সরকার ওই চুক্তির ধারাবাহিকতা রক্ষা করে। অথচ খালেদা জিয়া ও আমাকে রাজনৈতিক কারণে এই মামলায় জড়ানো হয়েছে।’
শুনানি শেষে আদালত কক্ষে খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রায় দশ মিনিট কথা বলেন।