কপিল দেব, রাহুল দ্রাবিড় বা মহেন্দ্র সিংহ ধোনি পারেননি এমনকি কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পারেননি অস্ট্রেলিয়ার মাটিতে ট্রেস্ট সিরিজ জিততে।
এবার বিরাট কোহলির হাত ধরে ইতিহাস তৈরি করল ভারতীয় ক্রিকেট। ইতিহাসে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরছে ভারত। সত্তর বছরে এই প্রথম কোনও ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতলেন বিরাট কোহলি।
সিডনিতে বৃষ্টির কারণে ম্যাচ ড্র হওয়ার কারণে ২-১ সিরিজ জিতে নেয় ভারত। বৃষ্টির জন্য পঞ্চম দিন একটি বলও গড়ায়নি মাঠে।
চেতশ্বর পূজারা হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং সিরিজ। জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এর আগে শেষ বার অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের সুযোগ এসেছিল ২০০৩-০৪-এ। অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি।