সোমবার (৭ জানুয়ারি) সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাই। আশা করি তারা ভালো করবেন।
এ সময় মেনন বলেন, কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার নিয়ে। কিন্তু শরিকদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। এ বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে।
এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, আমার মনে হয় এক দেড় বছরের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে না।
সূত্র: পূর্বপশ্চিম.নিউজ