
অ্যান্ডারসনের বোলিং তোপে ১০৭ রানে অলআউট হয়েছে ভারত। অ্যান্ডারসন ২০ রান খরচ করে নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস টেস্টে মাত্র ৩৫.২ ওভারে সাজ ঘরে ফিরে ভারতের সব ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লর্ডসে এটা দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। লর্ডসে প্রথম ইনিংসে সব চেয়ে কম রান করা দল জিম্বাবুয়ে। ৩০.৪ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছিল তারা।
ইনিংসের প্রথম ওভারেই মুরলি বিজয়কে শূন্য রানে ফেরান অ্যান্ডারসন। স্কোরবোর্ডে রান ১০ যোগ হতেই ফেরান লোকেশ রাহুলকে। দলীয় ১৫ রানে রান আউট হয়ে ফেরেন পূজারা। অধিনায়ক কোহলি এসে কিছুটা প্রতিরোধ গড়লেও ওকসের বলে ধরা পড়েন বাটলারের হাতে ব্যক্তিগত ২৩ রানে । অশ্বিনের ৩৮ বলে ২৯ রানের উপর ভর করে দলের রান একশ পেরোয়।
ইংলিশদের পক্ষে অ্যান্ডারসনে ৫ টি, ওকস ২টি ও ব্রড ও কারান নেন ১টি করে উইকেট। অ্যান্ডারসন টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ৫ উইকেট তুলে নেন এই দিন। ৫৫০ টি উইকেটের মাইল ফলক ছুঁতে মাত্র ৬ উইকেট পেছনে দাঁড়িয়ে আছে অ্যান্ডারসন। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বন্ধ রয়েছে।