ফিলিপাইনের ‘ব্লাক নাজারেন’ উৎসব উদযাপনের জন্য লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছিল ।
বুধবার ফিলিপাইনের মনিলাতে যিশু খ্রিস্টের কালো মূর্তিকে সম্মান দেখাতে এক মিলিয়ন ক্যাথলিক ভক্ত যোগদান করেন। এই ক্যাথলিক উৎসব বিশ্বের অন্যতম বৃহৎ উৎসব।
১৬০৭ সালে স্প্যানিশ মিশনারিরা ‘ব্ল্যাক নাজারেন’ র কাঠের মূর্তি মেক্সিকো থেকে ম্যানিলায় পাঠিয়েছিল।
ফিলিপাইন সরকার ‘ব্ল্যাক নাজারেন’ উতসবের দিনে ৭০০০ পুলিশ অফিসার ও সৈন্যদের নিরাপত্তা দেওয়ার জন্য নিযুক্ত করেছিল।
‘ব্ল্যাক নাজারেন’ যিশু খ্রিষ্টের হাঁটু গেড়ে বসে ক্রন্দনরত বিশেষ কালো কাঠ দিয়ে তৈরি মুর্তি ।