গত সোমবার বিকেলে ঢাকা সাইবার ট্রাইবুন্যাল আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার দায়ে মনির হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রোহান গ্রামে মনির হোসেনের মোবাইল ফোন, সিম কার্ড ও ফোনে টাকা রিচার্জের দোকান রয়েছে। ফোন ব্যবহার করে তিনি শেখ হাসিনার বিকৃত ছবি ছড়িয়ে দিতেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
মনিরকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদলত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সুব্রত শীল ও আলমগীর হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
২০১৩ সালের ১০ নভেম্বর তথ্যপ্রযুক্তি আইনে করা সাটুরিয়া থানায় মামলাটি করে পুলিশ। এই মামলায় ১৪ জনের সাক্ষ্য নিয়ে বিচারক রায়ে মনিরকে সাত বছরের কারাদণ্ড দেন।