এযেন কুরুক্ষেত্রের সেই অন্ধ ধৃতরাষ্ট্রকে মঞ্চস্থ করা হল। আর তা করলেন ফুটবল-পাগল এক মা, নিজের অন্ধ ছেলেকে ফুটবল মাঠের পুঙ্খানুপুঙ্খ ধারাবিবরণী শুনিয়ে। এবং তা দূর থেকে নয়, একেবারে মাঠে বসে, লাইভ! মায়ের এমন ফুটবল প্রেম ও নিজের সন্তানের প্রতি ভালবাসা দেখে মুদ্ধ নেটিজেনরা।
ব্রাজিলের সিলভিয়া গ্রেকো। ছেলে নিকোলাস, দৃষ্টিহীন ও অটিস্টিক। কিন্তু সেসব তো জীবনকে উদযাপনের আদৌ কোনও প্রতিবন্ধকতা হতে পারে না। সেটাই সমস্ত দুনিয়াকে দেখিয়ে দিলেন এই মা-ছেলে।
কিছুদিন আগে গ্রেকোই টুইট করেন এমন একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে একটি ফুটবল ম্যাচে তিনি ও তার ছেলে গ্যালারিতে বসে রয়েছেন। ছেলেটি সাও পাওলোর পামেইরাস দলকে সমর্থন করছে। এবং ছেলেটি দৃষ্টিহীন হওয়ায় গোটা ম্যাচের ধারাবিবরণী দিয়ে যাচ্ছেন তার মা।