ভুটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে কানমলা দিলেন তার স্ত্রী।
প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু তাতে কার কী আসে-যায়। বউ তো বউই। তাই তো ভ্যালেন্টাইনস ডে-তে ফুল আনতে ভুলে যাওয়ায় বউয়ের কাছে কানমলা খেলেন তিনি।
ভ্যালেন্টাইনস ডে-তে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এমনই একটি ছবি পোস্ট করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী তোবগে। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৫৩ বছর বয়সী মানুষটি।
জানা গেছে, বৃহস্পতিবার ভ্যালেন্টাইনস ডে’র দিন বাড়ি ফেরার সময় তোবগেকে ফুল আনতে বলেছিলেন তার স্ত্রী তাশি দলমা। কিন্তু তিনি তা ভুলে গিয়েছিলেন। ফলেই এই পরিণতি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন তোবগে। গাড়ির পেছনের আসনে বসে আছেন স্ত্রী তাশি দলমা। সেখান থেকেই তোবগকে কানমলা দিচ্ছেন তিনি। এ সময় তোবগের মুখভঙ্গিও উপভোগ করার মতো।
পোস্টে তোবগে লেখেন, ‘জীবনের বিশেষ দিনে গোলাপ না কিনে ভুলেও বাড়ি যেও না।’