ভারতীয় সামীন্ত এলাকার শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারি মর্টার শেল হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ হামলায় অনেকে আহত হয়েছে- এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পঞ্চ জেলায় বিকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সেনা মুখপাত্র জানায়, পঞ্চ এলাকায় নিয়ন্ত্রণ লাইনের কাছে ভারি মর্টার শেল ও অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এতে অনেকে আহত হয়েছে বলে জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তরেখার তিনটি এলাকায় হামলা চালায়। ওই তিনটি এলাকা হলো, পাকিস্তানি এলাকার আখনুর, নওসেরা ও জম্মু ও কাশ্মীরের কৃষ্ণঘাতী এলাকা।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লে. কর্নেল দেবেন্দ্রার আনাদ বলেন, পাকিস্তান মঙ্গলবার আখনুর, নওশেরা ও কৃষ্ণঘাতী এলকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, সাড়ে ৫টার দিকে ভারি মর্টার শেল হামলা করে। এ ছাড়া ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে।
তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনী শক্তভাবে এর প্রতিশোধ নেবে। তিনটি এলাকা হলো জম্মু-কাশ্মীরের জম্মু, রাজোরী, পঞ্চ এলাকা।
সেনাবাহিনী জানায়, পাকিস্তানি সেনারা পুলওয়ামা জেলার আখনুর, রাজৈরী জেলার নওশেরা এবং পঞ্জ জেলার বালাকোট এলাকায় উন্মুক্ত গুলিবর্ষণ করে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা ১২০ মিলিমিটারের মর্টার দিয়ে হামলা করে। এতে বলা হয় পাকিস্তানি সেনারা নওশেরা ও বালাকোট বেসামরিক এলাকায় হামলা করে।
এর আগে মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এলাকায় বালাকোটের নিয়ন্ত্রণরেখা বরাবর বোমা হামলা করেছে। এতে ২০০-৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়। তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনী কোনো অবকাঠামোতে হামলা করতে পারেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটে নি।
তবে ভারত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করায় এর জবাব দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন, আমাদের জবাবে ভারত বিস্মিত হবে। আমাদের জবাব হবে ব্যতিক্রমী। এখন ভারতের পালা আমাদের জবাবের জন্য অপেক্ষা করার।
আসিফ গফুর আরও বলেন, ভারত বলছে তাদের জঙ্গিবিমান আমাদের ভূখণ্ডে ২১ মিনিট অবস্থান করেছে। এটা ডাহা মিথ্যা কথা। সাহস থাকলে তারা আমাদের সীমানায় ২১ মিনিট অবস্থান করে দেখুক। ভারত সরকার গতরাতের হামলার ভিডিও বলে যে ভিডিও ক্লিপ প্রচার করছে তা গত দুই/তিন বছর ধরে ইউটিউবে রয়েছে বলে তিনি জানান।