ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদের কারাভোগ শেষে হিলি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত।
২৭ ফেব্রুয়ারি, বুধবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে দুই কিশোরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
শরীয়তপুর জেলার পালং উপজেলার খেলশী গ্রামের মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে সবুজ ব্যাপারী ১৪ মাস এবং নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মৃত কাজীর ছেলে কাজী শিউল ইব্রাহিম তিন বছর ধরে ভারতে আটক ছিল।
হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, ওই দুই কিশোর দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের বালুরঘাট শোভায়োন হোমে রাখার আদেশ দেয়।
সেখানে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের ভারতের হিলি অভিবাসন পুলিশ হস্তান্তর করে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।