সার্কের মহাপরিচালক ড. মো. ফয়সাল সাম্প্রতিক সময়ে পাকিস্তানের দুটি এলাকায় ভারতের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত ও অপর ছয়জন আহত হওয়ার ঘটনায় ভারতীয় বাহিনীকে নিন্দা জানিয়েছে সার্কের মহাপরিচালক। এ ঘটনায় তিনি ভারতের হাইকমিশনারকেও তলব করেন।
মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী অনর্থক পাকিস্তানের নিকিয়া ও খুইরাতলা এলাকায় নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করায় তিনি এ নিন্দা জানান। বুধবার দক্ষিণ এশিয়ার সার্কের মহাপরিচালক ড. মো. ফয়সাল ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার গৌরভ আলুওয়ালিয়া তলব করেন।
তিনি চান, ভারতীয় বাহিনী যুদ্ধবিরতির নির্দেশনাকে সম্মান দেখাবে। ওই চিঠিতে তিনি বলেন, শান্তির জন্য নিয়ন্ত্রণরেখা মেনে চলবে।
ড. ফয়সাল ভারত ও পাকিস্তানকে আহ্বান জানিয়ে বলেন, উভয় দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন মেনে চলবে।