পাক-ভারত যুদ্ধপরিস্থিতিতে আমেরিকার অবস্থানে খুশি নয় পাকিস্তান। ভিয়েতনামে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে বৈঠকের শেষে ট্রাম্প বলেন, ‘ভারত-পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করছিলাম আমরা। দু’দেশের কাছ থেকেই মোটামুটি ভাল খবর পাওয়া গিয়েছে। আশা করি এ বার উত্তেজনা কমবে।’
পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ফের পাকিস্তানকে চাপ দিয়েছে আমেরিকা।
ওয়াশিংটনে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদের বক্তব্য, ‘আমেরিকার বিবৃতি থেকে মনে হচ্ছে তারা ভারতের অবস্থানকেই সমর্থন করেছে।’
এদিকে, পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে পাকিস্তান। তার জেরে উপমহাদেশে উত্তেজনা কিছুটা কমতে পারে বলে আশা কূটনীতিকদের।
এর আগে ভারত ও পাকিস্তানের কাছ থেকে ‘মোটামুটি ভাল খবর’ পাওয়া গিয়েছে বলে আজ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।