সিলেট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০২ ইমার্জেন্সি ল্যান্ডিং (জরুরি অবতরণ) করেছে।

আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকাগামী এই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসছিল। কিন্তু শাহজালালে অবতরণের পূর্বে ল্যান্ডিং গিয়ারে পিছনের চাকা ফেটে যাওয়ায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাইলট। বিমানে ৬৩ যাত্রী ছিল, সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, ল্যান্ডিং গিয়ারের পিছনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই জরুরি অবতরণ করা হয়েছে। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে, কারো কোন ক্ষতি হয়নি।