একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন চলতি সপ্তাহেই। এ তথ্য নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এবং ডাকসু’র সাবেক ভিপি সুলতান মনসুর।
তিনি বলেন, ‘আমরা স্পিকারের কাছ থেকে চিঠি পেয়েছি। এ সপ্তাহেই যেকোনো দিন শপথ নেবো। তবে বিষয়টি নিয়ে এখনই গণমাধ্যমের সাথে কথা বলতে চাই না।’
গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভবাজার-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন।
অপরদিকে সিলেট-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি এবং তিনি নির্বাচনে জয়লাভ করেন।