গত আগস্টে ২৬৮ গ্রাম ওজন নিয়ে একটি শিশু জন্ম নিয়েছিল জাপানের রাজধানী টোকিওর এক হাসপাতালে। মায়ের গর্ভে ২৪ সপ্তাহ পার না হতেই জন্ম হয় শিশুটির। এটি ছিল বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র শিশু।
যদিও প্রথমে তার বাঁচার আশা করেননি ডাক্তাররা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শিশুটি সম্প্রতি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। শিশুটির ওজন বেড়ে হয়েছে ৩.২ কেজি।
শিশুটির চিকিৎসক ড. টাকেশি আরিমিতসু বলেন, সে ছিল এ পর্যন্ত জন্মানো সবচেয়ে ক্ষুদ্রকায় ছেলে নবজাতক।
তিনি জানান, এর আগের রেকর্ডটি রয়েছে একটি মেয়ে নবজাতকের। ২০১৫ সালে মাত্র ২৫২ গ্রাম ওজন নিয়ে জন্ম হয়েছিল ওই মেয়ে নবজাতকের।
কিয়ো ইউনিভার্সিটি বলছে, জাপানে ৩০০ গ্রামের কম ওজনের নবজাতকের ক্ষেত্রে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশেরও কম। তাই এত কম ওজনে জন্ম নিয়ে শিশুটির বেঁচে থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তারা।