আগামী ৭ই মার্চ এমপি হিসেবে শপথ নিচ্ছেন গণফোরামের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। শপথ নেয়ার জন্য আজ স্পিকার বরাবরে চিঠি পাঠিয়েছেন এ দুই প্রার্থী।

এর আগে মার্চের প্রথমেই শপথ নেয়ার কথা জানিয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। গণফোরামের হয়ে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। অন্যদিকে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করায় গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়ার অবস্থানে অনড় রয়েছে। তবে গণফোরামের এ দুই প্রার্থী বলছেন, স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের চাপে তারা শপথ নিচ্ছেন।
তবে এ নিয়ে দলীয় ফোরামে ভিন্নমত রয়েছে জানা গেছে। দলের দুই সংসদ সদস্যের শপথ নেয়ার বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু গণমাধ্যমকে বলেন, ‘আমরা (জাতীয় ঐক্যফ্রন্ট) এখন পর্যন্ত শপথ না নেওয়ার সিদ্ধান্তে বহাল আছি। এখন কেউ সেই সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী যদি বহিষ্কারের নিয়ম হয়, তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে।’