পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোটে চলতি সপ্তাহে বিমান হামলা চালিয়ে ‘উল্লেখযোগ্যসংখ্যক জঙ্গি হত্যার’ দাবি করেছে ভারত। তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে কোনো প্রমাণ প্রকাশ করা হবে না। বলেছেন, ভারতের এক শীর্ষ মন্ত্রী। খবর রয়টার্সের।
বালাকোট শহরের বাইরে বিদ্রোহীদের বিশাল ক্যাম্পে ভারত বোমা ফেলে গুঁড়িয়ে দেয়া ও ২০০-৩০০ বিদ্রোহী হত্যার দাবি করলেও পাকিস্তান বলছে, সেখানে এমন কোনো ক্যাম্পের অস্তিত্ব নেই।
এমনকি স্থানীয় গ্রামবাসীও বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমন দাবি করেছে।
পাকিস্তানের দাবি, একটি বিস্তৃত খালি পাহাড়ি অঞ্চলে বোমা ফেলে পালিয়ে গেছে ভারতীয় বিমান। এতে কেউ হতাহত হয়নি। ভারতের বিরোধী দলগুলোও হামলার পক্ষে প্রমাণ থাকলে তা সরকারকে হাজির করতে বলেছে।
এদিকে, ভারতের শীর্ষ স্থানীয় একজন মন্ত্রী বলেছেন, সরকার ওই অভিযানে হতাহতের ব্যাপারে কোনো ধরনের প্রমাণ প্রকাশ করবে না।
পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের বিমান বাহিনীর এই হামলা নিয়ে প্রতিবেশি দেশ দুটির মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। এমনকি অভিযানে হতাহতের সংখ্যা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ।
গত শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর আটক উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত দেয় পাকিস্তান। এ ঘটনায় পাক-ভারত উত্তেজনার পারদ কিছুটা হলেও গলতে শুরু করে।
তবে নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কামান ও মর্টারের ভারী গোলাবর্ষণ চলছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।