গত বৃহস্পতিবারপাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে কাশ্মীরে জামায়াতে ইসলামীকে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। জামায়াতের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার প্রতিবাদে পাকিস্তানের লাহোরে বিক্ষোভ করেছে দলটির কয়েকশত সমর্থক।
এই নিষেধাজ্ঞার প্রতিবাদে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী শহর লাহোরে দলটির কয়েকশত সমর্থক ভারতের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতির ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতে ইসলামীকে বেআইনি সংগঠন ও তাদের কর্মকাণ্ডকে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে এমন নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
জামায়াতে ইসলামী পাকিস্তানের জ্যেষ্ঠ নেতা লিয়াকত বেলুচ বলেন, ‘ভারত যুদ্ধের জন্য উন্মুখ হয়ে আছে। তাদের ব্যর্থতা আজ বিশ্বের সামনে উন্মুক্ত। তারা কাশ্মীরিদের মেরে ফেলছে। লাইন অব কন্ট্রোলে তারা নিয়মিত গুলি ছুড়ছে। কাশ্মীরে এখন তারা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
অবশ্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পাকিস্তান ভিত্তিক এই দলটি জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন স্থানের জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে। জামায়াতে ইসলামীর কার্যক্রম বন্ধ না হলে, ভারতের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমগুলোকে তারা আরও বাড়িয়ে তুলবে।’
এদিকে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘এমন সিদ্ধান্তের ফল ভোগ করতে হতে পারে কেন্দ্রকে। প্রতিশোধ নিতে কাশ্মীর উপত্যকায় যেকোনো রকম ঘটনা ঘটাতে পারে জামায়াতে ইসলামী।’