ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা আজ (সোমবার) জম্মু জেলার আখনূর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রাম ও অগ্রবর্তী সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করেছে। খবর রেডিও তেহরান।

প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, সীমান্তের ওপার থেকে গোলাগুলি ভোর রাত তিনটা থেকে শুরু হয়ে আজ সকাল সাড়ে ছ’টা পর্যন্ত চলে। পাকিস্তান বিনা উসকানিতে অগ্রবর্তী চৌকি ও গ্রামে মর্টার ও গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনী এর পাল্টা ও যথাযথ জবাব দিয়েছে।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, সম্প্রতি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে বালাকোট, মেন্ধার ও মানকোট সেক্টরে কমপক্ষে ৩০ টি বেসামরিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত (শুক্রবার) কৃষ্ণা ঘাঁটি সেক্টরে পাক বাহিনীর শেলের আঘাতে শিশু ও নারীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। গোলাগুলির হাত থেকে রক্ষা পেতে মানকোট সেক্টরে সীমান্তবর্তী একটি গ্রামের ৬০ টি পরিবার থেকে কমপক্ষে ৩০০ মানুষ অন্যত্র চলে গেছেন। সেখানকার মানুষজন বলছেন, ভারত ও পাকিস্তান শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করুক। দু’দেশের ক্রমবর্ধমান শত্রুতার কারণে উভয়দিকের নিরপরাধ মানুষজন দুর্ভোগের স্বীকার হচ্ছেন বলেও তারা মন্তব্য করেছেন।
এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ও উত্তপ্ত পরিস্থিতির জেরে পুঞ্চ ও রাওয়ালকোটের মধ্যে সোমবারের নির্ধারিত সাপ্তাহিক বাস পরিসেবা বন্ধ রয়েছে। জম্মু-কাশ্মিরের পুঞ্চ থেকে রাহ-ই-মিলন নামে বাস প্রতি সোমবার নিয়ন্ত্রণরেখার ওপারে পাক প্রশাসিত কাশ্মিরের রাওয়ালকোটের মধ্যে চলাচল করে। আজ বাসটি চলার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় বলে এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান। ২০০৬ সালের জুনে ওই বাস পরিসেবা চালু হয়।