কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন আগামি ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।দেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম কোন প্রাথমিক বিদ্যালয়ে এত বড় পূণর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে।জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচী ও প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে।
অনুষ্ঠানকে সামনে রেখে পেকুয়া উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে।বিদ্যালয় ভবন, রাস্তাঘাট,বারবাকিয়া বাজার প্রাক্তন ছাত্রছাত্রীদের বড় বড় ব্যানার, ফেস্টুন, গেইট দিয়ে সজ্জিত করা হয়েছে।এসব ব্যানার, ফেস্টুন ইতোমধ্যে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের অপেক্ষায় সবাই অধীর আগ্রহে আছেন।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাছির উদ্দিন এবং সদস্য সচিব, অত্র বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের ছাত্র জনাব জসিম উদ্দিন জানান যে, বহুকাঙ্ক্ষিত এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।অত্র প্রতিষ্ঠানের এলামনাই,শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মধ্যে এই অনুষ্ঠান নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।এই অনুষ্ঠান সফল করার জন্য অত্র বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েন দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন সবার অক্লান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই অনুষ্ঠান সফল ও স্বার্থক হবে।
প্রাক্তন ও বর্তমান প্রায় এক হাজার ছাত্রছাত্রী ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সবার আগ্রহের কথা বিবেচনা করে শর্ত সাপেক্ষে এখনো রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্ভাগ্যবশত যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন নি কিন্তু এখন করতে ইচ্ছুক তারা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। সুযোগসুবিধা(ম্যাগাজিন,টি-শার্ট,পেপার ক্যাপ,মগ,হাত ব্যাগ,খাওয়া-দাওয়া,সাংস্কৃতিক পর্ব উপভোগ) সবকিছু পাবেন।শুধুমাত্র ম্যাগাজিনে ছবি দেয়া সম্ভব হবে না।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র্যাফেল ড্র পর্ব। এই জন্য ব্যবস্থা করা হয়েছ ৮০টি আকর্ষণীয় পুরস্কারের ।সেই জন্য ইতোমধ্যে কূপনের ব্যবস্থা করা হয়েছে যার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে মাত্র ২০ টাকা।এই কূপন সবার জন্য উন্মুক্ত থাকবে।
তিন পর্বের অনুষ্ঠানমালার সব শেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীবৃন্দের গান পরিবেশের পাশাপাশি থাকবে মন মাতানো পাহাড়ী নৃত্য।