মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সবাইকে শপথ নিয়ে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নিয়ে জেনেশুনে ভুল করছেন। বিরোধী দলবিহীন রাজনীতি আওয়ামী লীগ চায় না।
নাসিম বলেন, সরকারের ভুল-ক্রটি থাকতে পারে। শক্তিশালী বিরোধী দল থাকলে তা ধরিয়ে দিতে পারবে। আমরা চাই, বিরোধী দল শক্তিশালী হোক। তারা সংসদে আসুক। স্বাগত জানানো হবে, সার্বিক সহযোগিতা করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, প্রেসক্লাবে বক্তব্য দান ও পার্টি অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিএনপিকে বাঁচানো যাবে না। এখন তাদের সামনে একটা পথ আছে, তাদের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে এসে কথা বলা। সরকারের ভুল-ক্রটি ধরিয়ে দেয়া। সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের জন্ম হয়েছিল সংসদে বক্তব্য রাখার মধ্য দিয়ে। বিএনপি-ঐক্যফ্রন্টের আটজন সংসদ সদস্য যদি সংসদে এসে কথা বলে তাহলে তো সরকারের আতঙ্কে থাকতে হয়। আওয়ামী লীগ বিরোধী থেকে শক্তি সঞ্চয় করতে করতেই ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল। এ থেকে তাদের শিক্ষা নেয়া উচিত।
সাবেক মন্ত্রী নাসিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিএনপি কেন মাঠ থেকে পালিয়ে গিয়েছিল তা এখনও রহস্যাবৃত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ড. কামাল হোসেনের সঙ্গে জোট করাসহ সব প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা কী কারণে মাঠ ছেড়ে পালাল? মাঠ থেকে পালিয়ে আবার বলল মাঠে থাকতে দেয়া হয়নি। তবে তাদের এই অযৌক্তিক বক্তব্য জনগণ বিশ্বাস করেনি।