গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কান্ডে কাটজু বলেন, পাক-ভারত যুদ্ধপরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য, তার গৃহীত পদক্ষেপ তাকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য ক’রে তুলেছে।

জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে উপস্থাপক হামিদ মিরের সাথে কথা বলার সময় তিনি বলেন, পাকিস্তান এবং ভারত গরীব দেশ যারা কিনা যুদ্ধের পরিণামের জন্য প্রস্তুত নয়।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন নির্বাচনে সুবিধাজনক অবস্থান তৈরির জন্য যুদ্ধের আবহ তৈরি করছিলেন।
তিনি আরও বলেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের যুদ্ধপরিস্থিতিকালীন সময়ের বক্তব্য আমার অত্যন্ত ভালো লেগেছে। তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান। যুদ্ধ নয়।
অবসরপ্রাপ্ত বিচারপতি কাটজু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পণ্ডিত ব্যক্তি বলে মনে করেন। এছাড়া এজন্য তিনি তাকে স্যালুটও করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান খুব চিন্তাভাবনা ক’রে সিদ্ধান্ত নিয়েছে এবং একটি সম্ভাব্য যুদ্ধ এড়িয়ে যাওয়ায় সফল হবার কারণে তিনি শান্তিতে নোবেলের যোগ্য বলে তিনি মনে করেন।