জইশ-ই-মোহাম্মদ প্রধানের ব্যাপারে যখন ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে জল্পনা চলছে। এরই মধ্যে একটি অডিও ক্লিপ প্রকাশ হয়েছে যেখানে মাসুদ আজহারের কণ্ঠে শোনা গেছে, ‘আমার মৃত্যু নিয়ে পুরো বিশ্বে চর্চা হলেও আমি বেঁচে আছি৷ ভালো আছি।’

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানা যায়, ১১মিনিটের অডিও ক্লিপটিতে মাসুদ বলছেন, ‘আল্লাকে ভয় করো। মসজিদ-মাদ্রাসা ভাঙা থেকে বিরত থাকো৷ মনে রাখবে, যখন মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামে তাদের সঙ্গে আল্লাহর আর্শীবাদ থাকে৷ আল্লাহকে ধন্যবাদ। আমার মৃত্যু নিয়ে পুরো বিশ্বে চর্চা হলেও আমি বেঁচে আছি৷ ভালো আছি।’
ধারণা করা হচ্ছিল বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর এয়ার স্ট্রাইকে আজাদ কাশ্মীরে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাওলানা মাসুদ আজহার নিহত হয়েছেন।
তবে তিনি মারা যাননি বলে দাবি করে পাকিস্তান সংবাদমাধ্যম।
পাকিস্তানের জিও টিভি উর্দুর খবরে বলা হয়, মাসুদ আজহারের মৃত্যুর খবর মিথ্যা। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, এখনও বেঁচে আছেন আজহার।
এরপর ভারতের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সম্প্রতি প্রতিবেদন থেকে জানা গেছে, মাসুদ আজহার কিডনি বিকল হওয়ার রোগে ভুগছেন। তাকে নিয়মিত হাসপাতালে ডায়ালাইসিস করতে হচ্ছে।
এদিকে, গত ৫ মার্চ মাসুদ আজহারের ভাই আবদুল রউফ ও ছেলে হাম্মাদ আজহারসহ নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের ৪৪ সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আজম সুলেমান খান স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান।