বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের পাকিস্তানে পৌঁছান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশীর সঙ্গে তার বৈঠক শেষে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক উত্তেজনা নিয়ে শান্তির জন্য পাকিস্তানের প্রতি সম্পূর্ণ সমর্থন দিয়েছে সৌদি আরব।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী, বাণিজ্য উপদেষ্টা আবদুল রাজ্জাক দাউদ ও পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া উপস্থিত ছিলেন। দুই দেশের বৈঠকে স্থান পায় পাকিস্তান-ভারত আঞ্চলিক উত্তেজনা ও সমস্যা।
এ প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী কোরেশী জানান, সৌদি আরব ভারতের সঙ্গে সমস্যার বিষয় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে পাকিস্তানকে সমর্থন দিয়েছে।
সূত্র মতে, সৌদির যুবরাজ মোহাম্মদ সালমানে নির্দেশনায় পাকিস্তান সফর করেছেন সৌদি মন্ত্রী। এর আগে ঘোষণা করা হয় সৌদি যুবরাজ সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তান সফরে আসছেন সৌদি মন্ত্রী।