বর্তমানে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’-এর সুবিধা নিচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিসহ দেশের মোট ৪টি টেলিভিশন চ্যানেল। সেগুলো হলো, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন ও বেসরকারি সময় টেলিভিশন।
বিষয়টি জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ শুক্রবার সকালে ফরিদপুর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা জানান।
এসময় তিনি বলেন, টেলিভিশন চ্যানেল পরিচালনার জন্য দেশের প্রায় ৪ হাজার ডলার ব্যায় হচ্ছে, যার সম্পূর্ন অংশ বিদেশে চলে যাচ্ছে। এ মাসের মধ্যে সবকয়টি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করলে এই বিপুল পরিমান অর্থ সাশ্রয় হবে।