নাম তার আব্দেল আজিজ বুতেফলিকার। তিনি আলজেরিয়ার প্রেসিডেন্ট। আলজেরিয়ার বিরোধী পার্টির সমর্থকরা তাঁকে ডাকে ‘দ্য লিভিং ডেড’ বা ‘জীবন্ত লাশ’ নামে।

আব্দেল আজিজ টানা চার মেয়াদে আলজেরিয়ার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি এপ্রিলে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে পঞ্চম মেয়াদে ক্ষমতায় থাকার বাসনায় নির্বাচনে অংশ নিচ্ছেন। ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে আব্দেল আজিজ কার্যত পক্ষাঘাতগ্রস্ত। গত সাত বছর তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে বক্তৃতা করতে পারেননি।
তার অবস্থা নিয়ে এতই অনিশ্চয়তা সৃষ্টি হলে গত সোমবার প্যারিসে আলজেরিয়ার রাষ্ট্রদূতকে একটি বিবৃতি দিতে হয়েছিলো যে প্রেসিডেন্ট এখনও জীবিত আছেন।
এমতাবস্থায় ফের ক্ষমতায় আসতে নির্বাচনে লড়ছেন আবদেল আজিজ। সেজন্য তিনি সুইজারল্যান্ডে চিকিৎসতা নিচ্ছেন। প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হলে আলজেরিয়ায় রাজনৈতিক সংস্কার করা হবে বলে অঙ্গীকার করেছেন তিনি।
৯০ এর দশকে গৃহযুদ্ধের মধ্য দিয়ে উত্থান হয়েছিল আলজেরিয়ার প্রেসিডেন্ট বুতেফলিকার। ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন আব্দেল আজিজ। বয়স বয়স ৮২। এরপরও তিনি ক্ষমতা ছাড়তে চান না।
পক্ষান্তরে বিরোধী শিবির প্রেসিডেন্ট বুতেফলিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ অব্যাহত রেখেছে। টিআরটিওয়ার্ল্ড এর দেয়া তথ্যমতে, আজ শুক্রবারও বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আরব বসন্তের পরে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।