গত শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর অজ্ঞাতনামা এক পাইলটের বিরুদ্ধে বালাকোট একালায় বোমা বর্ষণ ও ১৯টি গাছ ধ্বংসের অভিযোগে এফআইআর দায়ের করেছে পাকিস্তান। প্রথম অভিযোগ আনা হয় পাকিস্তানের বন অধিদপ্তরের পক্ষ থেকে।
এফআইআর করা হয়েছে ভারতীয় অজ্ঞাতনামা এক পাইলটের বিরুদ্ধে এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় যুদ্ধ বিমানের বোমাবর্ষণে বালাকোট এলাকার ১৯টি গাছ ধ্বংস হয়েছে।
এক্সপ্রেস নিউজের রিপোর্ট অনুসারে, পাকিস্তান জাতিসংঘের কাছে নয়াদিল্লির ‘ইকো-টেরোরিসম’-এর জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায়।
পাকিস্তানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মালিক আমিন আসলাম বলেছেন, ভারতীয় বিমানগুলো একটি সংরক্ষিত বনাঞ্চলে বোমা হামলা চালিয়েছে এবং ইসলামাবাদ সরকার পরিবেশ বিষয়ক ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখবে। এটাই হবে জাতিসঙ্ঘ ও অন্য সংস্থাগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি।
মালিক আমিন আরো বলেন, বালাকোটে যা হয়েছে তা নিতান্তই পরিবেশ-সন্ত্রাসবাদ; এক ডজনের বেশি পাইন গাছ ধ্বংস হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বোমা বিস্ফোরণে ১৫টির বেশি পাইন গাছ ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, তারতীয় যুদ্ধবিমান বালাকোট শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি বনভূমিতে বোমাবর্ষণ করে যা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে মাত্র ৪০ কিমি দূরে।