জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে ১১৬ বছরের এক জাপানি নারীকে গিনেস বিশ্বরেকর্ডে স্থান দেয়া হয়েছে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কানে তানাকাকে সম্মানিত করা হয়।

কানে তানাকা ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাবা-মায়ের আট ছেলে-মেয়ের মধ্যে সপ্তম। ১৯২২ সালে ১৯ বছর বয়সে হিদিও তানাকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের চারটি সন্তানের জন্ম হয়। পরবর্তীতে আরও একটি সন্তান দত্তক নেন তারা।
কানে তানাকা সাধারণত সকাল ৬টায় ঘুম থেকে উঠেন এবং অংক নিয়ে পড়াশুনা করতে পছন্দ করেন।
এর আগে সবচেয়ে বেশি বয়স্ক জীবিত ব্যক্তি ছিলেন জাপানি নারী ছিও মিয়াকো।
গত বছরের জুলাইয়ে ১১৭ বছর বয়সে মারা যান তিনি।