ভারতের রাজনীতিতে এখন চলছে কথার যুদ্ধ। তোপের মুখে নরেন্দ্র মোদী। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ‘ভারতীয় কারাগার থেকে কারা মাসুদ আজহারকে পাকিস্তানে পাঠিয়েছিল?’ তিনি শনিবার কর্ণাটকে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন। খবর দি নিউজ।

রাহুল সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় সিআরপিএফ জওয়ানদের নিহত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘সিআরপিএফ জওয়ানদের কে হত্যা করেছে? জৈশ-ই-মুহাম্মদের প্রধানের নাম কি? মাসুদ আজহার। মোদিজি আমাকে বলুন ভারতীয় কারাগার থেকে মাসুদ আজহারকে কারা পাকিস্তানে পাঠিয়েছিল? (তৎকালীন) বিজেপি সরকার কি তাকে কারাগার থেকে বের করে কান্দাহারে পাঠায়নি?’
রাহুল বলেন, ‘ওই বিমানে আপনারা যশবন্ত সিনহা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কি পাঠাননি? আপনাদের সরকার কি এসব ব্যক্তিদের কান্দাহারে পাঠায়নি? এসব আপনি আপনার ভাষণে বলছেন না কেন?’
রাহুল বলেন, ‘ইন্টারনেটে যান কান্দাহার বিমানবন্দরে অজিত ডোভাল যিনি নরেন্দ্র মোদিজির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাঁর ছবি মাসুদ আহজারের সঙ্গে দেখা যাবে। মোদিজি, আমরা আপনাদের মত নই, আমরা সন্ত্রাসবাদের সামনে মাথানত করি না। আপনি দেশবাসীকে বোঝান মাসুদ আজহারকে কীভাবে পাঠানো হয়েছিল, কাদের সরকার পাঠিয়েছিল।’