কুমিল্লায় শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। গতকাল ৯ই মার্চ সকাল ৯টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক (রোমেন) বেলুন উড়িয়ে এই ক্রিকেট লীগের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আরফানুল হক রিফাত।
প্রথম দিনের খেলায় টাউন ক্লাব মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ক্লাব এর। দুই অধিনায়কের সিদ্ধান্তে কার্টেল ওভারে খেলা ৪৫ ওভারে নির্ধারিত হয়। টসে জিতে ইস্টবেঙ্গল ক্লাব এর অধিনায়ক টাউন ক্লাবকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়।
দুই ওপেনার মিশু (১০৪ বলে ৯১) ও সৌরভ (৯৭ বলে ৫৫) রানের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ২৬০ রানের বড় পুঁজি সংগ্রহ করে। এছাড়াও আরেক ব্যাটসম্যান ইফতি করেন ৫৩ রান। বল হাতে ইস্টবেঙ্গল ক্লাবের তাহের ২টি, রাকিব ও আতিকুর ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ইস্টবেঙ্গল ক্লাব ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রান করে। টিপু ১৯ রান দিয়ে ৪টি, নাদিম ২৮ রান দিয়ে ৩টি, মিশু ও ইমরান একটি করে উইকেট তুলে নেন।
আজকের ম্যাচে মুখোমুখি হবে সূর্যতরুণ ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে দু’টি পর্বে বিভক্ত হয়ে মোট আটটি দল অংশগ্রহণ করবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মাছুম কামাল, কুমিল্লা প্রতিনিধি।