স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “স্বাধীনতা পদক ২০১৯” এর জন্য মনোনীত হয়েছেন কক্সবাজার জেলার কৃতী সন্তান শহীদ এ টি এম জাফর আলম।

১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে শহীদ এটিএম জাফর আলমের রক্তে রঞ্জিত হয়। শহীদ এ টি এম জাফর আলম এর জন্ম কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পালং গ্রামের মাতব্বর পাড়ায়। তাঁর জন্ম ১৯৪৭ সালের ৫ মে। মরহুম ছৈয়দ হোছন মাস্টার ও আলমাছ খাতুনের ৯ ছেলে মেয়ের মধ্যে শহীদ এ টি এম জাফর আলম ছিলেন সবার বড়। শহীদ এ টি এম জাফর আলম এর ছোট ভাই বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ছোট ভাই শফিউল আলম মন্ত্রী পরিষদ সচিব পদে কর্মরত আছেন।
শহীদ এটিএম জাফর আলম মহেষখালী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং চট্টগ্রাম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করে উচ্চ শিক্ষা গ্রহণের উদ্দ্যেশ্য ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগে। সেখান থেকে কৃতিত্বের সহিত উচ্চতর ডিগ্রী সম্পন্ন শেষে তৎকালীন পিএসসি পরীক্ষায় নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নোয়াখালীর এসডিও হিসেবে নিয়োগও পেয়েছিলেন। কিন্তু শহীদ এটিএম জাফর আলম নিজ জন্মভূমির উপর পাকিস্তানী হানাদারদের নির্মম অনাচার রুখতে গিয়ে শহীদ হন দেশের জন্য।