পাকিস্তান অরগানাইজেশান অব ইসলামিক কর্পোরেশনের (ওআইসি) সংসদীয় ঐক্যের জেনারেল বডির ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ওআইসি ৫৭টি দেশ মিলে গঠিত একটি সংস্থা যার অধিকাংশ সদস্য দেশই মুসলিম।

দ্যা ডাউন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানায় যায়, গত সোমবার মরক্কোর রাবাট শহরে পাকিস্তান পিইউআইসির এ পদে নির্বাচিত হয়।
পিইউআইসি হল ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন। এটি ১৯৯৯ সালের ১৭ জুন ইরানে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় তেহরানে।
পিইউআইসির এই ১৪ তম সম্মেলনে কাশ্মীর বিষয়ে পাকিস্তানের উত্থাপিত দুটি সমাধান নিয়ে আলোচনা করা হয়।
পাকিস্তানের এই নির্বাচনের পূর্বে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১লা মার্চ বৈঠকে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর এ কারণেই ওই বৈঠকে অংশগ্রহণ করেনি পাকিস্তান।