তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বুধবার তাকে আক্রমণ করে সামাজিক মাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার এবং জেরুসালেমের মর্যাদার জন্য তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘মুসলমানদের অত্যাচার বন্ধ করার পরিবর্তে ইসরাইলের প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে ভোট বাড়াতে আমাকে সমালোচনার লক্ষ্যবস্তু করেছেন। আমরা সামাজিক মাধ্যমে মিথ্যাচারকারীদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না।’ নেতানিয়াহুকে ‘শিশুদের হত্যাকারী’ ও ‘নির্যাতনকারী’ আখ্যায়িত করে আঙ্কারার পারসাকলার জেলার একটি নির্বাচনী সমাবেশে এরদোগান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের অধিকার ও জেরুসালেমের মর্যাদার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।
মঙ্গলবার এরদোগানকে ‘স্বৈরশাসক’ হিসাবে অভিহিত করে সরকারি টুইটার একাউন্টে নেতানিয়াহুর দেয়া একটি পোস্টের পর সেই তিক্ততা আবারও বেড়ে গিয়েছে। উভয় দেশই ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্কের প্রদেশগুলোতে স্থানীয় নির্বাচন ৩১ মার্চ এবং ইসরাইলের সাধারণ নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
সূত্র: দি ডেইলি সাবাহ ও আনাদুলু।