ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দেশের অন্যতম দ্বিতীয় বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল একটি পদেও জয় পায়নি। ৪৩ হাজার ভোটারের মধ্যে ছাত্রদলের ভোটের সংখ্যা মাত্র কয়েকশ। ভিপি পদে ২৪৫, আর জিএস প্রার্থী পেয়েছেন ৪৬২ ভোট।
তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুছে যাবে এক সময়ের অন্যতম শীর্ষ ও ডাকসুর সবশেষ পূর্ণ প্যানেলে বিজয়ী ছাত্রদল?
এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগতভাবে অছাত্র নেতৃত্বে ছাত্রদল চালালে আর ছাত্রছাত্রীদের দাবি দাওয়ায় পাশে না থাকলে একসময় হারিয়ে যাবে ছাত্রদল।
২৮ বছর পর ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগের সাদ্দাম হোসাইন। ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া ডাকসুর ২৫টি পদের বাকি ২৩টিতে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ নেতারা।
পাশাপাশি হল সংসদ নির্বাচনে ১৮ হলের মধ্যে ১২টিতে ছাত্রলীগের প্রার্থীরা ভিপি পদে জয়ী হয়েছেন। আর জিএস পদে ১৪টিতে জয় পেয়েছে ছাত্রলীগ। কোনো হলেই ছাত্রদলের প্রার্থীরা জয়ী হতে পারেননি।