নিউজিল্যান্ডে শুক্রবার (১৫ মার্চ) জুম্মার নামাজের সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে বাংলাদেশ ক্রিকেট দল। হামলার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় তারা। আর এ কারণেই রক্ষা পেয়েছেন টাইগাররা।
বাংলাদেশি ক্রিকেটাররা নিউজিল্যান্ডের ওই মসজিদটিতে নামাজের জন্য পৌঁছানোর কিছুক্ষণ আগেই মুহুর্মুহু গুলি করে বহ মানুষকে হত্যা করা হয়েছে।
জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘ভীতিকর অভিজ্ঞতা’ বলে বর্ননা করেছেন। পুরো দলের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
সূত্র মতে, অনুশীলন শেষ করে ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটাররা জুম্মার নামাজ আদায়ে যান। কিন্তু মসজিদে প্রবেশের মুহুর্তে এক ব্যক্তি তাদের বাধা দেন। তিনি জানান, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।
এসময় আতঙ্কিত খেলোয়াড়েরা দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।
এ ঘটনার পর ক্রিকেটার তামিম ইকবাল টুইটে জানান, এটা তাদের জন্য ‘ভীতিকর অভিজ্ঞতা’ ছিল, বন্দুকধারীরা সেখানে হামলা চালিয়েছিল। পুরো দল বন্দুকধারীর হামলা থেকে রক্ষা পেয়েছে। এটা ভীতিকর অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’