বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিশ্বনাথ নতুনবাজারের এক পথসভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুনু মিয়ার নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সাথে আওয়ামী লীগ মনোনীত দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেনের তালা ও জুলিয়া বেগমের কলস প্রতীকেও ভোট চান তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমির আলী, মকদ্দছ আলী এবং সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের যৌথ পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ ফরিদ আহমদ, সাবেক কমিশনার বীর মুক্তিযুদ্ধা আবদুল খালিক, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও মহানগর তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র।
এই সভায় জনসাধারণের কাছে ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুনু মিয়া, আলতাব হোসেন ও জুলিয়া বেগম।