নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দা ও শোক প্রকাশ চলছে তখন এই হামলার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রমবর্ধমান মুসলিম অভিবাসীদের দায়ী করলেন অস্ট্রেলীয় এক সিনেটর।

ব্রিটিস গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ তাদের প্রতিবেদনে উল্লেখ করে, কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং এক বিবৃতিতে দাবি করেন, “অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রমবর্ধমান মুসলিম উপ্সথিতির ফলে আমাদের কমিউনিটিতে ভীতি বৃদ্ধি পাওয়াই এর মাধ্যমে উন্মোচিত হয়।”
তবে “যে কোনো ধরণের সহিংসতার সম্পূর্ণ বিরোধীতা”ও করেন তিনি।
বিবৃতিতে ফ্রেজার আরও বলেন, “বরাবরের মতোই বামপন্থী রাজনীতিক ও গণমাধ্যম এই গুলির ঘটনার পেছনে অস্ত্র আইন অথবা জাতীয়তাবাদী আদর্শধারীদের দোষারোপ করবে কিন্তু এগুলো আসলে সস্তা আবোল-তাবোল কথা।”
তিনি বলেন, “নিউজিল্যান্ডের রাস্তায় আজকের এই রক্তপাতের পেছনে প্রকৃতপক্ষে দায়ী হচ্ছে অভিবাসন পদ্ধতি যা মুসলিম চরমপন্থীদের নিউজিল্যান্ডে অভিবাসনের সুযোগ দিচ্ছে।”
মুসলিম সম্প্রদায়কে দায়ী করে সিনেটর আরও বলেন, “আজ হয়তো তারা হামলার শিকার, কিন্তু তারা সাধারণত অপরাধী।”
উল্লেখ্য, ফ্রেজার অ্যানিং অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে মাত্র ১৯ ভোট পেয়েছিলেন। আরেক প্রতিদ্বন্দ্বী ম্যালকম রবার্টস তথ্য গোপনের অভিযোগে বাদ পড়ায় ফ্রেজার সিনেটর হিসেবে নির্বাচিত হন।