নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত তিন বাংলাদেশির একজনের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। তার নাম আবদুস সামাদ। তিনি নিউজিল্যান্ডের স্থানীয় লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
শুক্রবার বিকেলে আবদুস সামাদের ভাতিজা আবদুল্লাহ আল মামুন বলেন, তার চাচা দুই বছর আগে বাড়িতে এসেছিলেন। তিনি পরিবারসহ নিউজিল্যান্ডে থাকতেন।- সূত্র: প্রথম আলো।
পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, আবদুস সামাদ নাগেশ্বরী পৌরসভার মধুর হাইল্যা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জামাল উদ্দিনের ছেলে।
২০১৩ সাল থেকে সপরিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্ক এলাকায় বসবাস করে আসছিলেন। আবদুস সামাদ তিন সন্তানের জনক। একসময় তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন।