নিয়োগ বিজ্ঞপ্তি নংঃ বাঃ রেঃ/পশ্চিম-১/২০১৯
তারিখ ৩-৩-২০১৯
মহাপরিচালকের কার্যালয়,বাংলাদেশ রেলওয়ে,রেলভবন,ঢাকার ৪-২-২০১৯ খ্রিঃ তারিখের পত্র নংঃ৫৪.০১.২৬০০.০০৬.১১.০০২.১৭-৯৭৭ মোতাবেক বাংলাদেশ রেলওয়ে তে সরাসরি নিয়োগযোগ্য নিম্ন উল্লেখিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে সুনির্দিষ্ট ফরমে দরখাস্ত আহহ্বান করা হচ্ছে।
ক্রমিক নংঃ১
পদের নামঃটি এক্স আর
পদের সংখ্যাঃ৭ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ১১৩০০-২৭৩০০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১২
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃএইচ এস সি(বিজ্ঞান)
ক্রমিক ২
টিকেট কালেক্টর গ্রেড ২
পদের সংখ্যাঃ২
টাকা ৯৭০০-২৩৪৯০(এনপিএস/২০১৫),গ্রেড-১৫
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়ষঃ১৮-৩০ বৎসর
এইচ এস সি বা সমমান পাশ
ক্রমিক নংঃ৩
পদের নামঃপারসেল সহকারী গ্রেড ২
পদের সংখ্যাঃ৮ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ৯৭০০-২৩৪৯০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১৫
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃএইচ এস সি
ক্রমিক নংঃ৪
পদের নামঃষ্টোর মুন্সি
পদের সংখ্যাঃ৬ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ৯৩০০-২২৪৯০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১৬
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃএইচ এস সি
ক্রমিক নংঃ৫
পদের নামঃট্রেসার
পদের সংখ্যাঃ১৬ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ৯৩০০-২২৪৯০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১৬
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃএইচ এস সি
ক্রমিক নংঃ৬
পদের নামঃটাইমকিপার
পদের সংখ্যাঃ৭ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ৯৩০০-২২৪৯০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১৬
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃএইচ এস সি
ক্রমিক নংঃ৭
পদের নামঃআমিন
পদের সংখ্যাঃ জন
বেতন স্কেল ও গ্রেড টাকা ৯৩০০-২২৪৯০ (এনপিএস/২০১৫ ) গ্রেড ১৬
২৪-৩-২০১৯ ইং তারিখে বয়সঃ১৮-৩০ বৎসর
শিক্ষাগত যোগ্যতাঃHSC with survey
আবেদনের শেষ তারিখ: ২৪/০৩/২০১৯
শর্ত্তাবলীঃ
১।আবেদন ফরম,লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র রেলওয়ের ওয়েবসাইট www.railway.gov.bd এ পাওয়া যাবে।উক্ত ওয়েবসাইট হতে আবেদন ফরম A4 সাইজের কাগজে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
২।সাম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র ও প্রবেশপত্র এর নিধারিত স্থানে পেষ্ট করে লাগাতে হবে।
৩।ক)প্রার্থী বাছাইকালে বিদ্যমান বিধি বিধান অনুসরণ করা হবে।
খ) নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৪।পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা কোড নংঃ ১-৫১৩১-০০০-২০৩১ এ জমাদানের ট্রেজারি চালানের মুলকপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।
৫। পরীক্ষার ফুল নাম্বার ১০০(লিখিত ৬০ মৌখিক ৪০)।
লিখিত ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৫০% নম্বর পাশ নাম্বার হিসেবে বিবেচিত হবে।
৬।পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য প্রার্থীদের TA/DA দেয়া হবে না।
৭।আবেদনপত্র প্রেরণকালে খামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।
৮।মুক্তিযোদ্ধা ও উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা/শহীফ মুক্তিযোদ্ধার পুত্র কণ্যারা এবং পুত্র কণ্যা না পাওয়া গেলে পুত্র কণ্যার পুত্র কণ্যা এবং এতিম ও শারিরীক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ গ্রহণযোগ্য।
৯।বয়ষের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
১০।ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দেখানো ব্যাতিত বাতিল করা হবে।অবেদন পত্রে ওভাররাইট বা ফ্লুইড ব্যাবহার করা যাবে না।
১১।আবেদন পত্র আগামী ২৪ মার্চ ২০১৯ বিকাল ৫ টার মধ্যে “চীফ পারসোনেল অফিসার(পশ্চিম),বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর দপ্তরে পৌছাতে হবে।
১২।পরীক্ষা রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৩।বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ কোন কারণ দেখানো ব্যাতিত এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪।কোন তথ্য গোপন করিলে বা ভূল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গৃহীত হবে।
১৫।মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের(যেমনঃশিক্ষাগত যোগ্যতা,জাতীয়তা,জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কাড,১ম শ্রেণীর গেজেটেড অফিসার কতৃক প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার পুত্র ও কণ্যা এবং পুত্র কণ্যার পুত্র কণ্যা,রেলপোষ্য,এতিমখানা নিবাসী,,শারিরীক প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃগোষ্ঠী,আনসার ভিডিপি, ইত্যদির মূলকপি দেখাতে হবে।এবং ১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
১৬। ডাকটিকেট সহ অবেদনকারীর ঠিকানা লেখা দুইটি খাম আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
স্বাক্ষরিত
মোঃশহীদুল ইসলাম
চীফ পারসোনেল অফিসার(পশ্চিম)
বাংলাদেশ রেলওয়ে রাজশাহী।